‘প্রধানমন্ত্রীর নেতৃত্বেই ভারত-পাক সংঘাতে রাশ’, সেনাকে কুর্নিশ জানিয়ে মোদিস্তুতি আমির খানের (2025)

  • ফার্স্ট পেজ
  • বিনোদন
  • হলি বলি টলি
  • aamir khan thanks pm modis leadership and resolve amid india pakistan tension

Aamir Khan on India-Pakistan Tension

প্রথমবার অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুললেন আমির। মোদির জয়গান গেয়ে কী বললেন?

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বেই ভারত-পাক সংঘাতে রাশ’, সেনাকে কুর্নিশ জানিয়ে মোদিস্তুতি আমির খানের (1)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর শোকে ‘গৃহবন্দি’ ছিলেন দিন কয়েক। যাননি নিজের সিনেমার প্রিমিয়ারেও। সোশাল মিডিয়ায় নিজের মানসিক পরিস্থিতির কথা না জানালেও, ঘনিষ্ঠ বৃত্তের কাছে মনখারাপের কথা ফাঁস করেছিলেন আমির খান। আর বর্তমানে যখন ভারত-পাক সংঘাতে উত্তপ্ত দেশ তখন এমন আবহে সেনাবাহিনীর জয়গান গেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিনেতা।

আরও পড়ুন:

  • পর্দায় দাদাসাহেব ফালকে হচ্ছেন আমির! আবারও জুটি বাঁধছেন রাজকুমার হিরানির সঙ্গে
  • ওয়েব সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে কঙ্কনা ও আমোল, বি-টাউনে নতুন সমীকরণ?

Advertisement

১২ মে, সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পরই নরেন্দ্র মোদির স্তুতি শোনা গেল আমির খানের মুখে। এদিন মোদি সাফ পাকিস্তানের উদ্দেশে বলেন, “আমাদের দেশের মা-বোনেদের সিঁথির সিঁদুর মুছলে কতখানি দাম দিতে হয়, আজ তা বুঝে গিয়েছে উগ্রপন্থীরা। জঙ্গিরা স্বপ্নেও ভাবেনি ভারত এত বড় পদক্ষেপ করবে।” শুধু তাই নয়, শত্রুপক্ষের উদ্দেশে মোদির কড়া বার্তা— ভারতের অভিযান বন্ধ হয়নি, স্থগিত হয়েছে মাত্র। অর্থাৎ সংঘর্ষবিরতি হয়েছে ঠিকই, তবে অপারেশন সিঁদুর শেষ হয়নি। ভবিষ্যতে পাকিস্তানের গতিবিধির উপর ভারতের নজর থাকবে। বেগড়বাঁই করলে মুখের উপর জবাব দেওয়া হবে। সেটাও ভারতের নিজস্ব শর্তে, নিজস্ব পদ্ধতিতে। সোম সন্ধেয় শাহবাজ শরিফ সরকারের উদ্দেশে মোদি কড়া হুঁশিয়ারি দেওয়ার পরই ভারতীয় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি দুঃসাহসিক নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ‘মিস্টার পারফেকশনিস্ট’।

Advertisement

নিজস্ব প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনের অফিশিয়াল পেজ থেকে আমির খান যে বিবৃতি শেয়ার করেছেন তাতে উল্লেখ, ‘অপারেশন সিঁদুরের বীর সেনাদের কুর্নিশ। দেশের সুরক্ষায় আমাদের সশস্ত্র বাহিনীর দুঃসাহসিক অভিযানের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। ওঁদের সাহসিকতাকে কুর্নিশ। আর এভাবে নেতৃত্ব দিয়ে সমস্যার সমাধান করায় মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। জয় হিন্দ।’ উল্লেখ্য, সোমবারের আগে আমিরের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে কোনও প্রসঙ্গের উল্লেখ না থাকলেও, এমতাবস্থায় তিনি বড় সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘সিতারে জমিন পর’ সিনেমার ট্রেলার রিলিজ করেননি।

আরও পড়ুন:

  • ‘আসুন, কাশ্মীর আপনাদেরই অপেক্ষায়’, তেরঙ্গা যাত্রায় পা মিলিয়ে আবেদন টাট্টু ঘোড়াচালকদের
  • ‘কোনও শাস্তিমূলক পদক্ষেপ নয়’, কন্নড় বিতর্কে হাই কোর্টে বড় স্বস্তি সোনুর

সম্প্রতি জানা গিয়েছিল, দেশের এমন যুদ্ধ জিগিরে ‘সিতারে জমিন পর’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে নিয়ে আসতে নারাজ আমিরের প্রযোজনা সংস্থা। মিস্টার পারফেকশনিস্টের এই ছবি যে বহু প্রতীক্ষিত, তা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন হয় না! সিনেদর্শকরাও মুখিয়ে ‘সিতারে জমিন পর’-এর ঝলক দেখার জন্য। কিন্তু উত্তাল পরিস্থিতিতে যখন দেশের সেনাবাহিনী সীমান্তে নিজেদের জীবন বাজি রেখে লড়ছে, তখন এমতাবস্থায় নিজের সিনেমার ট্রেলার রিলিজ করতে মন সায় দেয়নি আমির খানের। বলিউড মাধ্যম সূত্রে খবর, দেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে আমিরের টিমের তরফেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, এই কঠিন সময়ে দেশের সেনাবাহিনীর জন্য ভাবিত আমির। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি বিশ্বাস করেন, এটা দেশ, সেনাজওয়ানের পাশে থাকার সময়। বর্তমান পরিস্থিতিতে আরও বেঁধে বেঁধে থাকতে হবে সকলকে। আর সেই জন্যই ‘সিতারে জমিন পর’ ছবির ট্রেলার প্রকাশ্যে আনেনি তিনি। এবার নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন ভারত-পাক সংঘাতে রাশ টানার জন্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

হাইলাইটস

  • ভারত-পাক সংঘাতে উত্তপ্ত দেশ তখন এমন আবহে সেনাবাহিনীর জয়গান গেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিনেতা।
  • ১২ মে, সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পরই নরেন্দ্র মোদির স্তুতি শোনা গেল আমির খানের মুখে।
  • দুঃসাহসিক নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান 'মিস্টার পারফেকশনিস্ট'।
  • #Aamir Khan#Bengali News#Bollywood#Bollywood News#Entertainment News#Narendra Modi#Operation Sindoor#PM Modi

    Advertisement

    Advertisement

    • মার্কিন পণ্যে কোনওরকম শুল্ক চাপাবে না ভারত! ট্রাম্পের দাবিতে পালটা কড়া বার্তা জয়শংকরের
    • আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের সঙ্গে দুর্নীতি যোগ! হাই কোর্টের সম্ভাবনার কথা বলল CBI
    • অসুস্থ মা, চাকরিহারাদের বিক্ষোভ এড়িয়ে দ্রুত বাড়ি যাওয়ার চেষ্টায় বিকাশ ভবনের কার্নিশ থেকে ‘ঝাঁপ’ মহিলার
    • কথা রেখেছেন ‘দিদি’, কাজ করতে দিতেন না শুভেন্দু, বিজেপি ছেড়ে বিস্ফোরক বার্লা
    • ভুয়ো নথিতে এনআরআই কোটায় ডাক্তারিতে ভর্তি! চার মেডিক্যাল কলেজের কোটি কোটি টাকা বাজেয়াপ্ত ইডির
    পর্দায় দাদাসাহেব ফালকে হচ্ছেন আমির! আবারও জুটি বাঁধছেন রাজকুমার হিরানির সঙ্গে
    ওয়েব সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে কঙ্কনা ও আমোল, বি-টাউনে নতুন সমীকরণ?
    টানাপোড়েনের ইতি, প্রেক্ষাগৃহেই দেখা যাবে ‘ভুলচুক মাফ’, ছবি মুক্তি কবে?
    ‘কোনও শাস্তিমূলক পদক্ষেপ নয়’, কন্নড় বিতর্কে হাই কোর্টে বড় স্বস্তি সোনুর
    ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বেই ভারত-পাক সংঘাতে রাশ’, সেনাকে কুর্নিশ জানিয়ে মোদিস্তুতি আমির খানের (2025)

    References

    Top Articles
    Latest Posts
    Recommended Articles
    Article information

    Author: Arielle Torp

    Last Updated:

    Views: 5829

    Rating: 4 / 5 (61 voted)

    Reviews: 92% of readers found this page helpful

    Author information

    Name: Arielle Torp

    Birthday: 1997-09-20

    Address: 87313 Erdman Vista, North Dustinborough, WA 37563

    Phone: +97216742823598

    Job: Central Technology Officer

    Hobby: Taekwondo, Macrame, Foreign language learning, Kite flying, Cooking, Skiing, Computer programming

    Introduction: My name is Arielle Torp, I am a comfortable, kind, zealous, lovely, jolly, colorful, adventurous person who loves writing and wants to share my knowledge and understanding with you.